"শবেবরাত" আমাদের এতদ অঞ্চলে একটি বিতর্কিত বিষয়। কেউ কেউ একে বিত'আত বা নব আবিস্কৃত বিষয় বলে থাকেন এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকেন। আবার কেউ কেউ এর স্বপক্ষে বিভিন্ন দলীল প্রমাণ দাঁড় করিয়ে একে পালন করে থাকেন এবং এর প্রচার করে থাকেন।আসুন ইসলামী বিশ্ববিদ্যালয় মদীনা মুনাওয়ারা থেকে পিএইচডি ডিগ্রী লাভকারী প্রখ্যাত আলেম ড. সাইফুল্লাহ্ বিন আহমাদ কারীম সাহেবের নিকট থেকে বিশুদ্ধ দলীল ভিত্তিক আলোচনার মাধ্যমে জানতে চেষ্টা করি যে, শবেবরাতের প্রকৃত ব্যাপার কি? "ইসলাম" ফোল্ডার থেকে ডাউনলোড করুন: http://www.esnips.com/web/islaaam মোবাইল থেকে শোনার জন্য ডাউনলোড করুন: http://www.esnips.com/nsdoc/3f586772-be79-4c18-b863-d0496d76d744/?action=forceDL
আমার আপন মনে, আপন ঘরে, আপন পৃথিবী