প্রথম পরিচয়
========
বাদল দিনের হিমেল বাতাস কয়
সেই তো আমার প্রথম পরিচয়।
জীবনটা কি সাজিয়ে রাখা যায়
সময়টাকে আটকে রাখা দায়।
এই কথাটি বললো এসে প্রাতে
সেই সুজনের কথায় কেইবা মাতে।
সন্ধ্যা এলে ক্লান্ত পথিক কাঁদে
দিনটি গেল কোন সে মায়ার ফাঁদে?
অথৈ আঁধার ডাকছে আমায় ধরো
কাঁপছে হৃদয় কাঁপছে থরো থরো!
০২.০৮.২০০৬
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
========
বাদল দিনের হিমেল বাতাস কয়
সেই তো আমার প্রথম পরিচয়।
জীবনটা কি সাজিয়ে রাখা যায়
সময়টাকে আটকে রাখা দায়।
এই কথাটি বললো এসে প্রাতে
সেই সুজনের কথায় কেইবা মাতে।
সন্ধ্যা এলে ক্লান্ত পথিক কাঁদে
দিনটি গেল কোন সে মায়ার ফাঁদে?
অথৈ আঁধার ডাকছে আমায় ধরো
কাঁপছে হৃদয় কাঁপছে থরো থরো!
০২.০৮.২০০৬
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
Comments