মননে জাগে ঢেউ
==========
এখানে জাগে মনন, নিশিদিন, আনন্দে, কষ্টে, শিশু হয়ে। আমি তাকে আবার ঘুম পাড়াই, ক্লান্ত হই, নিজেও ঘুমিয়ে পড়ি এবং জীবন থেকে হারাই। মনগুলো কি সব লৌহনির্মিত? ভাবি, ভাবনায় দাগ কাটে কোন প্রিয় মুখ, তাই দেখে শান্ত হই; কি করার থাকে আর, মন যে দেখতে পাই না। অনুভবগুলোকে আজকাল বড্ড ভোঁতা ঠেকছে, যদি কোন মেশিন থাকতো ধার দেয়ার, ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়ি। আমি স্বপ্ন দেখি সুন্দর, তাই গড়ে তুলি আপন কাঠামো, সুন্দরের অনিন্দ ঝলক মেখে মেখে। হৃদয়ের নির্যাস মাখি সকাল-সাঁঝে আর আপন মনেই সুগন্ধ নেই আমার সৌন্দর্যের; একান্ত আপনার...।
======================
১০.০৮.২০০৬, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
Comments